🔖 ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রসমূহ:
– নির্ধারিত ভর্তি ফরম পূরণ
– পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র (NID) এর ফটোকপি
– প্রার্থীর জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি
– প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি
– পাসপোর্ট সাইজের ২ কপি ছবি
📌 শিক্ষার্থীদের জন্য আবশ্যক করণীয় নিয়মাবলী
– নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে।
– নির্ধারিত সময়ে ক্লাসে প্রবেশ করতে হবে।
– পরপর ২ দিন ছুটি নেওয়া ব্যতিত ক্লাসে অনুপস্থিত থাকলে তার ভর্তি বাতিল হবে।
– প্রশিক্ষকের নির্দেশনা ও পাঠদানের নিয়ম মেনে চলতে হবে।
– ক্লাস চলাকালীন অপ্রয়োজনীয় কথা বলা, মোবাইল ব্যবহার বা অশালিন আচরণ করা যাবে না।
– কম্পিউটার, যন্ত্রপাতি ও আসবাবপত্র যত্নসহকারে ব্যবহার করতে হবে।
– পরস্পরের সাথে শালীন ও ভদ্র আচরণ করতে হবে।
– অনুপস্থিত থাকলে পূর্বে 96 আইটি সেন্টার পরিচালক অথবা প্রশিক্ষককে জানাতে হবে।
– ক্লাস চলাকালীন ও কেন্দ্রের ভেতরে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
– যে কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে প্রশিক্ষকের সাথে বিনয়ের সাথে আলোচনা করতে হবে।
– 96 আইটি সেন্টারের নীতি ও নিয়মাবলি অমান্য করলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
– প্রশিক্ষণার্থীর আচরণ বা কর্মকান্ড সুবিধাজনক না হলে তার ভর্তি বাতিল হবে।