96 আইটি সেন্টার জবান আলী মার্কেট, হাজরাবাড়ী বাজার, হাজরাবাড়ী পৌরসভা, মেলান্দহ, জামালপুরে অবস্থিত একটি আধুনিক তথ্যপ্রযুক্তি ভিত্তিক সেবা ও প্রশিক্ষণ কেন্দ্র। প্রযুক্তি জ্ঞানকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং দক্ষ জনশক্তি তৈরি করাই আমাদের মূর লক্ষ্য।

৯৬ আইটি সেন্টারের প্রতিষ্ঠার ইতিহাস

সুধী, আসসালামু আলাইকুম।

মানবজীবনের বাঁকবদলের সাথে সাথে বন্ধুত্ব ও সম্পর্কের ইতিহাসও বদলে যায়। জীবনের এক পর্যায়ে একই মাঠে খেলা, একই বেঞ্চে বসা কিংবা একই ছাদের নিচে স্বপ্ন বোনা সহপাঠীরা কর্মজীবনে প্রবেশের পর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে নানান ব্যস্ততার জালে। কিন্তু সত্যিকারের বন্ধুত্বের শিকড় কখনো মুছে যায় না, সময়ের সাথে সাথে তা আবারও জেগে ওঠে নতুন আলোয়, নতুন প্রেরণায়।

এমনই এক গল্প হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৬ ব্যাচের। শিক্ষা জীবন শেষে যখন সবার যোগাযোগ কমে আসে, তখনও মনে এক গোপন আকাঙ্ক্ষা বেঁচে ছিল—বন্ধুত্বের বাঁধনকে আবারও একত্র করা। সেই সুপ্ত ইচ্ছারই প্রতিফলন ঘটে ২০২৫ সালের পবিত্র ঈদুল ফিতরের সময়ে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে। ’৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলায় শুধু হাসি-আনন্দই ছিল না, ছিল ভবিষ্যৎ স্বপ্নের বীজ বপন। সবাই মিলে সিদ্ধান্ত নেয়া হলো—নিজেদের বন্ধুত্বের বন্ধনকে সমাজের কল্যাণ ও বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠানে গৌরবান্বিত করতে হবে।

সেই ধারাবাহিকতায় একসময় ভাবনা এলো পূর্ণমিলনী আয়োজনের। পরিকল্পনা চলতে থাকল, স্বপ্ন বোনা হলো। ২০২৫ সালের ৯ মে, ঢাকার আসকোনায় বন্ধু মিনহাজ উদ্দিনের অফিসে বসা হলো গুরুত্বপূর্ণ এক বৈঠক। সেখানে মিনহাজ উদ্দিন সহপাঠীসুলভ অকৃত্রিম হৃদয়ে একটি চেক প্রদান করলেন—এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার। উদ্দেশ্য, ব্যাচের পূর্ণমিলনকে সফল করে তোলা। তবে পরবর্তীতে সবার চিন্তা ও বিবেচনায় সিদ্ধান্ত হলো, বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠানই হবে প্রধান আয়োজন, তাই পূর্ণমিলনী থেকে সরে আসা হলো। কিন্তু থেকে গেল সেই অর্থ—তা যে একসময় গড়ে তুলবে নতুন এক ইতিহাস কেই বা জেনেছিলো!

সময়ের পরিক্রমায় নতুন এক ভাবনা মাথায় এলো। যুগ এখন প্রযুক্তির, আর উন্নয়ন মানেই প্রযুক্তির ব্যবহার। গ্রামের অগণিত তরুণ-যুবকের স্বপ্ন তখনো আটকে ছিল প্রাত্যহিক জীবনের সীমাবদ্ধতায়। কিভাবে তাদের জন্য সহজ করা যায় কম্পিউটার শিক্ষা—এমন চিন্তাই ব্যস্ত রাখল এক সহপাঠীকে মোঃ ওয়াদুদ ইসলামকে। সেই ভাবনা শেয়ার করা হলো মিনহাজ উদ্দিনের সাথে। তিনি শুধু উৎসাহই দিলেন না, বরং পূর্বে প্রদত্ত (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) অনুদানের অর্থ ব্যবহার করার অনুমতি দিলেন নতুন এক স্বপ্নের জন্য।

সেই স্বপ্নের নাম—96 আইটি সেন্টার।
৫ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো 96 আইটি সেন্টারের। উদ্বোধন করলেন জনাব মিনহাজ উদ্দিন নিজেই, যিনি পরম মমতা ও অকৃত্রিম সহযোগিতার হাত প্রশস্ত করেছেন। আর সিদ্ধান্ত গ্রহন করা হলো বিনামূল্যে এলাকার ছেলে মেয়েদেরকে প্রযুক্তি শিক্ষাদান করা হবে এবং এর যাবতীয় খরব বহন করবেন মো. মিনহাজ উদ্দিন সাহেব।

বন্ধুত্বের একতার অঙ্গীকার থেকে জন্ম নেওয়া এই প্রতিষ্ঠান শুধু একটি নাম নয়, এটি হলো ভবিষ্যতের স্বপ্নযাত্রা। তথ্যপ্রযুক্তির আলো দিয়ে নতুন প্রজন্মকে আলোকিত করার এক মহৎ প্রয়াস। এটি শুধু একটি অনলাইন সেবা ও প্রশিক্ষণ কেন্দ্র নয়, বরং হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের বন্ধুত্ব, ঐক্য, ভালোবাসা ও সমাজের প্রতি দায়বদ্ধতার এক অবিস্মরণীয় স্মারক।

আজ যখন কেউ “96 আইটি সেন্টার”-এর নাম উচ্চারণ করে, তখন কেবল একটি প্রতিষ্ঠানের ইতিহাস শোনা যায় না; শোনা যায় বন্ধুত্বের গান, শোনা যায় এক প্রজন্মের স্বপ্নের প্রতিধ্বনি, আর শোনা যায় উন্নত ভবিষ্যতের আহ্বান।