যোগ্যতা
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ বা সমমান।
কম্পিউটার শিক্ষায় আগ্রহী ও নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে সক্ষম হতে হবে।
আবেদন প্রক্রিয়া
নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ ও উত্তীর্ণ হওয়া।
বহুনির্বাচনী (MCQ) প্রশ্ন থাকবে।
বিষয়: বাংলা, গণিত, ইংরেজি, ও মৌলিক কম্পিউটার জ্ঞান।
আসন সংখ্যা সীমিত
উত্তীর্ণ সকল শিক্ষার্থী ফ্রি কোর্স করার সুযোগ পাবে।
মেধা তালিকার ভিত্তিতে সিট নির্ধারণ করা হবে।
ফ্রি কোর্সের শর্তাবলী
ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে।
অনুপস্থিতি বা নিয়ম ভঙ্গ করলে ভর্তি বাতিল হতে পারে।
কোর্স সম্পন্নের পর মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
চূড়ান্ত সিদ্ধান্ত (ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে)
ভর্তি পরীক্ষা ও পরবর্তী নিয়ম মানার ক্ষেত্রে 96 IT Center–এর সিদ্ধান্তই চূড়ান্ত।
🔖 ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রসমূহ:
– নির্ধারিত ভর্তি ফরম পূরণ
– পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র (NID) এর ফটোকপি
– প্রার্থীর জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি
– প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি
– পাসপোর্ট সাইজের ২ কপি ছবি
শিক্ষার্থীদের জন্য আবশ্যক করণীয় নিয়মাবলী
– নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে।
– নির্ধারিত সময়ে ক্লাসে প্রবেশ করতে হবে।
– পরপর ২ দিন ছুটি নেওয়া ব্যতিত ক্লাসে অনুপস্থিত থাকলে তার ভর্তি বাতিল হবে।
– প্রশিক্ষকের নির্দেশনা ও পাঠদানের নিয়ম মেনে চলতে হবে।
– ক্লাস চলাকালীন অপ্রয়োজনীয় কথা বলা, মোবাইল ব্যবহার বা অশালিন আচরণ করা যাবে না।
– কম্পিউটার, যন্ত্রপাতি ও আসবাবপত্র যত্নসহকারে ব্যবহার করতে হবে।
– পরস্পরের সাথে শালীন ও ভদ্র আচরণ করতে হবে।
– অনুপস্থিত থাকলে পূর্বে 96 আইটি সেন্টার পরিচালক অথবা প্রশিক্ষককে জানাতে হবে।
– ক্লাস চলাকালীন ও কেন্দ্রের ভেতরে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
– যে কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে প্রশিক্ষকের সাথে বিনয়ের সাথে আলোচনা করতে হবে।
– 96 আইটি সেন্টারের নীতি ও নিয়মাবলি অমান্য করলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
– প্রশিক্ষণার্থীর আচরণ বা কর্মকান্ড সুবিধাজনক না হলে তার ভর্তি বাতিল হবে।