Ahammed Sakil
শাকিল আহম্মেদ
প্রশিক্ষক, 96 আইটি সেন্টার
আসসালামু আলাইকুম। আমি, শাকিল আহম্মেদ (known as Ahammed Sakil), একজন লার্নার হিসেবে দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি বিষয়ক শিক্ষা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি প্রযুক্তিভিত্তিক শিক্ষার মাধ্যমে একজন সাধারণ মানুষকেও দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে চাই।

বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ। একবিংশ শতাব্দীর প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে ইংরেজি ও কম্পিউটার শিক্ষার বিকল্প নেই। শুধু চাকরি বা ব্যবসার জন্য নয়—নিজেকে আপডেট রাখা, দক্ষ করে গড়ে তোলা এবং আত্মনির্ভরশীল হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে প্রযুক্তি জ্ঞান।

আমি বিশ্বাস করি, যে যত আগে প্রযুক্তি আয়ত্ত করবে, সে তত এগিয়ে যাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। একজন শিক্ষার্থী হোক বা চাকরিপ্রার্থী, গৃহিণী হোক বা উদ্যোক্তা—কম্পিউটার শিক্ষাই হতে পারে তাদের স্বপ্নপূরণের প্রথম ধাপ।

বর্তমান বিশ্বে প্রযুক্তি ছাড়া উন্নতির কল্পনা করা যায় না। ডিজিটালাইজড বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কম্পিউটার শিক্ষার গুরুত্ব অপরিসীম। শুধুমাত্র পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনে ব্যবহারযোগ্য প্রযুক্তি জ্ঞান অর্জনই পারে একজন মানুষকে আত্মনির্ভর ও সফল করে তুলতে।

কম্পিউটার শিখে একজন ব্যক্তি যেমন নিজের ক্যারিয়ার গড়তে পারে, তেমনি নিজের পরিবার, সমাজ এবং দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারে। বিশেষ করে ফ্রিল্যান্সিং বা অনলাইন ভিত্তিক কাজের সুযোগ বর্তমানে বাংলাদেশের যুব সমাজের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে একজন তরুণ বা তরুণী নিজের স্বপ্ন পূরণ করতে পারছে, পরিবারকে সহযোগিতা করতে পারছে এবং সর্বোপরি নিজেকে বিশ্বদরবারে তুলে ধরতে পারছে।

ফ্রিল্যান্সিং-এর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। গ্লোবাল মার্কেটপ্লেসগুলোতে দক্ষ ফ্রিল্যান্সারদের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রয়োজন সময়োপযোগী দক্ষতা, ধারাবাহিক পরিশ্রম এবং সঠিক দিকনির্দেশনা।

আমি শুধু কোর্সের গণ্ডিতে সীমাবদ্ধ থাকব না, বরং একজন শিক্ষার্থীকে শুরু থেকে সাফল্যের পথ পর্যন্ত অনুপ্রেরণা দিয়ে পাশে থাকার চেষ্টা করবো ইনশা আল্লাহ। এখানে শিক্ষার্থীরা শুধু সফটওয়্যার বা টুল শিখবে না, শিখবে কিভাবে একজন প্রফেশনাল হিসেবে নিজেকে উপস্থাপন করতে হয়, কিভাবে বাস্তব জীবনের সমস্যা সমাধান করতে হয় এবং কিভাবে নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হয়।

আমি সবসময় বিশ্বাস করি—"যে নিজেকে উন্নত করার সংকল্প করে, তাকে কেউ ঠেকাতে পারে না।" তাই আপনাদের প্রতি আমার আন্তরিক আহ্বান—সময় নষ্ট না করে আজই নিজের দক্ষতা উন্নয়নের যাত্রা শুরু করুন। প্রতিদিনের ছোট ছোট চেষ্টাই একদিন বড় সাফল্যের ভিত্তি গড়ে তোলে।

পরিশেষে, আমি আপনাদের মঙ্গল কামনা করি এবং 96 আইটি সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আসুন, আমরা সকলে মিলে গড়ে তুলি একটি দক্ষ, আত্মনির্ভর ও প্রযুক্তিনির্ভর প্রজন্ম।

শাকিল আহম্মেদ
বিএ অনার্স, এমএ (অধ্যয়নরত)
ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার।
WhatsApp-এ যোগাযোগ করুন