৯৬ আইটি সেন্টার প্রতিষ্ঠা সম্বন্ধে দুটি কথা।
সুধী, আসসালামু আলাইকুম।
সুখ-শান্তি, উন্নয়ন এবং অগ্রগতির জন্য পারস্পরিক সু-সম্পর্ক এবং যোগযোগ রক্ষা করা আমার কাছে অত্যন্ত গুরুত্ববহ মনে হয়। আমাদের এসএসসি ব্যাচ ১৯৯৬। শিক্ষা জীবন শেষে কর্মজীবনে প্রবেশের সাথে সাথে আমাদের বন্ধুত্ব এবং যোগাযোগ কমতে থাকে।
আমাদের বন্ধুত্বের সর্ম্পকে পুনরায় উন্নতির জন্য ২০২৫ সালে ঈদুল ফিতরের সময় হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ৯৬ ব্যাচের বন্ধুদের পূর্ণমিলনের উদ্দেশ্যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করি। উক্ত অনুষ্ঠান পরবর্তী আমরা সিদ্ধান্ত গ্রহন করি যে, আমরা হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের শর্তবর্ষ অনুষ্ঠান সুষ্ঠ ও সুন্দর ভাবে আয়োজনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবো। সেই ধারাবাহিকতায় প্রথমে আমরা হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২০২৫ সালে ঈদুল আযহার সময় একটি পূর্ণমিলনী অনুষ্ঠান আয়োজনের চিন্তা করি।
পরবর্তীতে, এই সিন্ধান্ত বাস্তবায়নের লক্ষে ঢাকায় বন্ধু মিনহাজ উদ্দিনের অফিসে ০৯/০৫/২০২৫ খ্রি. তারিখে আসকোনায় একটি মিটিংয়ে বসি। সেখানে বন্ধু মিনহাজ উদ্দিন পুর্নমিলন অনুষ্ঠান আয়োজনের জন্য ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার ) টাকার একটি চেক অনুদান প্রদান করেন। পরবর্তীতে আমাদের বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠান আয়োজনের স্বার্থে আমরা পূর্ণমিলন অনুষ্ঠান আয়োজন থেকে সরে দাড়াই। তবে অনুদানের টাকা আমার কাছে থেকে যায়।
বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। আর প্রযুক্তি মানেই যেন কম্পিউটার। প্রযুক্তি ছাড়া আজ উন্নয়ন অসম্ভব। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরকে অবশ্যই প্রযুক্তির ব্যবহার জানতে হবে। ভাবতে থাকি কিভাবে এলাকার যুব সমাজের জন্য কম্পিউটার শিক্ষাকে সহজ করা যায়। বিষয়টা আমার বন্ধু জনাব মো. মিনহাজ উদ্দিনের সাথে শেয়ার করি এবং তাকে এ বিষয়ে সহযোগির করার জন্য অনুরোধ করি। আমার প্রস্তাবে সে অত্যান্ত খুশি হয় এবং পূর্বে প্রদত্ত ১,৫০,০০০ টাকা আইটি সেন্টারের জন্য খরচ করার অনুমতি প্রদান করেন। যাত্রা শুরু করি 96 আইটি সেন্টারের। ০৫/০৭/২০২৫ খ্রি. তারিখে জনাব মিনহাজ উদ্দিনের মাধ্যমে আইটি সেন্টার উদ্ভোধন করাই। তখন থেকে সে একাই 96 আইটি সেন্টারের যাবতীয় ব্যয় বহন করে আসতেছেন।
নামকরণ: বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় রাখার উদ্দেশ্যে আইটি সেন্টারের নাম করন করা করা হয় 96 আইটি সেন্টার যা আমাদের 1996 ব্যাচকে প্রতিনিধিত্ব করে।
96 আইটি সেন্টারের বর্তমান অবস্থা: বর্তমানে আমাদের আইটি সেন্টারে ১০টি কম্পিউটার, ১২টি চেয়ার, ১০টি টেবিল ও দুইটি প্রিন্টার ও একটি স্ক্যানার আছে।
জনবল: ১ জন পরিচালক, ১ জন প্রশিক্ষক ও ১ জন নৈশপ্রহরী নিয়োগপ্রাপ্ত আছে।