mahir ibn minhaz
মো: মাহির ইবনে মিনহাজ
বিশেষ পৃষ্ঠপোষক, 96 আইটি সেন্টার
সুধী, আসসালামু আলাইকুম।

বর্তমান বিশ্বে শিক্ষা ও কর্মসংস্থানের জন্য তথ্যপ্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে যুগোপযোগী দক্ষতায় গড়ে তুলতে প্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের এলাকার শিক্ষার্থীরা যেন পিছিয়ে না থাকে এবং তাদের প্রতিভা যেন সঠিকভাবে বিকশিত হয়, সেই লক্ষ্যেই 96 আইটি সেন্টার কাজ করে যাচ্ছে।

আমি বিশ্বাস করি, এই কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা কেবল নিজেরাই স্বাবলম্বী হবে না, বরং সমাজ ও দেশের উন্নয়নেও অবদান রাখতে পারবে। আধুনিক প্রযুক্তির জ্ঞান নিয়ে তারা চাকরির বাজারে যেমন সফল হতে পারবে, তেমনি ফ্রিল্যান্সিং ও উদ্যোক্তা হওয়ার পথেও এগিয়ে যাবে।

আমি আন্তরিকভাবে কামনা করি, 96 আইটি সেন্টার শিক্ষার্থীদের জন্য এক অনন্য শিক্ষালয় হিসেবে প্রতিষ্ঠিত হোক এবং আগামী প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে উঠুক।